মো. মাইদুল ইসলাম: বিজয়ের সুবর্ণজয়ন্তীকে ভিন্ন আঙ্গিকে রাঙিয়ে রাখতে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ নাট্যদল আয়োজন করতে যাচ্ছে একদিনব্যাপী ‘বিজয় নাট্যোৎসব’।
রবিবার (১২ই ডিসেম্বর) বেলা ১১ঃ৩০ তিতুমীর কলেজের শহীদ বরকত মিলনায়তনে এ নাট্যোৎসব অনুষ্ঠিত হবে।
‘বিজয় নাট্যোৎসব’ এ দুটি নাটক মঞ্চায়ন করা হবে '১৯৭১' ও 'ঝিনুক'। হুমায়ুন আহমেদ রচিত স্বাধীনতা ভিত্তিক নাটক '১৯৭১' এর নির্দেশনায় তিতুমীর নাট্যদলের সাধারণ সম্পাদক ওমর আহমেদ অভ্র।
হুমায়ুন আহমেদ রচিত '১৯৭১' নাটকে মূলত একজন ভিরু, সহজ-সরল মানুষকে তুলে ধরা হবে। যিনি দেশের স্বার্থে, দেশকে ও দেশের মানুষকে ভালোবেসে একজন অদম্য সাহসী মানুষ হয়ে উঠেছিলেন।
'ঝিনুক' নাটকটির রচনায় ও নির্দেশনায় রয়েছেন তিতুমীর নাট্যদলের সভাপতি ওলিউল্লাহ তুহিন।
‘ঝিনুক’ নাটকটির বিষয়ে ওলিউল্লাহ তুহিন বলেন “নাটকটি চলমান মহামারী ধর্ষনের উপরে লেখা। ধর্ষনের শিকার এক বোন হারানো ভাইয়ের আত্মার চিৎকার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকিটুকু দর্শকদের জন্য জমা রাখলাম।”
এমআই