ডা. আতিকুজ্জামান ফিলিপ :
দেশে কি বানান ভুলের মহড়া শুরু হলো!?
ভুল বানানগুলোকে কি প্রাতিষ্ঠানিকভাবেও স্বীকৃতি দেওয়া হচ্ছে!?
কয়েকদিন আগে দেশে চিকিৎসকদের সর্বোচ্চ বিদ্যাপীঠ 'বিএসএমএমইউ'র একটি অনুষ্ঠানে 'উদ্বোধন'কে লেখা হয়েছে 'উদ্ধোধন'।
একই প্রতিষ্ঠানের আরেকটি নোটিশ যেখানে প্রোভিসি(শিক্ষা)'র দস্তখত আছে সেখানে 'Surgery' বানান লেখা হয়েছে 'Surjery'।
আজ দেখলাম বিজয় দিবসের রাষ্ট্রীয় প্রোগ্রামে 'মুজিববর্ষ'কে লেখা হয়েছে 'মুজিবর্ষ'।
কেউ কেউ বলছেন এটা নাকি সরকারিভাবেই 'মুজিবর্ষ' হিসেবে লেখা হয়েছে কিন্তু আমরা দেখেছি 'মুজিববর্ষ' হিসেবে
রাষ্ট্রীয়ভাবে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিলো সেখানে কিন্তু 'মুজিববর্ষ'ই লেখা ছিলো।
জানিনা কখন কিভাবে আমাদের 'মুজিববর্ষ' হয়ে গেলো তোমাদের 'মুজিবর্ষ'!
জানিনা 'উদ্বোধন' কখন হয়ে গেলো 'উদ্ধোধন'!
জানিনা 'Surgery' কখন হয়ে গেলো 'Surjery'!
জানিনা ণতুণ বানাম ঋতি ওনুযায়ি আমিও কতগুলো বানাম বুল করে ফেললাম!