অর্পণ ধর। রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস) ।
সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পিছনে রাবিসাসের কার্যালয়ে নবীনদের বরণ করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, একজন সাংবাদিক সামাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমার মনে হয়, অন্য কোনো পেশার মাধ্যমে এমন অবদান রাখা সম্ভব না। তোমাদের মা-বাবারা তোমাদের যে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে, তা পূরণ করার জন্য তোমরা তোমাদের মূল্যবান সময় জ্ঞান অর্জনে ব্যয় করবে।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবিসাসের কোষাধ্যক্ষ তৌসিফ কাইয়ুম, সম্মানিত সদস্য সুব্রত গাইন, সহ-সভাপতি তাপস কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম। সংগঠনের পরিচিতিমূলক লিখিত বক্তব্য পাঠ করেন রাজিয়া সুলতানা পারুল।
রাবিসাসের বর্তমান সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মামুন আব্দুল কাইয়ুম, রাবিসাসের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দীন আহমেদ, সম্মানিত সদস্য শামীম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সবুর লোটাস, ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ আহমেদ, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক সোহানুর রহমান রাফিসহ প্রমুখ।
সময় জার্নাল/আরইউ