সর্বশেষ সংবাদ
ড. নাদিম মাহমুদ :
গত বছরে অগাস্টে Golam Shabbir Sattar স্যার যখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন অনেক প্রত্যাশা নিয়ে বলেছিলাম, তিনি কেবল একজন উপাচার্য হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়টি এগিয়ে নিবেন।
গতকাল চারুকলা বিভাগের শিক্ষার্থী মাহমুদ হিমেল নিহত হওয়ার পর আমি নজর রাখছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকে। মধ্যরাতে শিক্ষার্থীরা যখন বিক্ষোভ করছে, তখন উপাচার্য সেখানে গিয়ে সংহতি জানিয়েছেন, শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ভোর না হতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টরকে প্রত্যাহার করে নতুন প্রক্টর দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের পক্ষে মামলা করা হয়েছে, আজ দুপুরের মধ্যে ঘাতক ট্রাক আটক হয়েছে, হিমেলের পরিবারের কাছে ৫ লাখ টাকা দিয়েছেন, পাশাপাশি তার মায়ের অ্যাকাউন্টে প্রতিমাসে ৩০-৩৫ হাজার টাকা দেওয়ার কথা বলেছেন। শুধু তাই নয়, ছেলেটির স্মৃতি স্মরণ রাখতে নিমার্ণাধীন ভবনের নামকরণসহ দুর্ঘটনাস্থলে স্থায়ী স্মৃতিফলক নির্মাণের সিদ্ধান্তও নিয়েছেন।
যারা এতোদিন ভেবেছিল শিক্ষার্থীদের আন্দোলন করে দাবি আদায় করতে হবে, তাদের সেই চিন্তাধারার চির ধরিয়েছে মতিহারের এই উপাচার্য। শিক্ষার্থীদের আন্দোলন করার আগে তিনি নিজেই সেই আন্দোলনে যখন শরিক হয়েছেন, তখন শিক্ষার্থীরা কার বিরুদ্ধে আন্দোলন করবে? প্রখর বুদ্ধিমত্তায় তিনি আমার হৃদয় জয় করে ফেলছেন।
আমি গত এক যুগে অন্তত তিন উপাচার্যকে খুব কাছ থেকে দেখেছি, তবে তাপু স্যার যে ব্যতিক্রমী হবেন তা তার নিয়োগের দিনই বলেছিলাম। আমার বিশ্বাস যেসব শিক্ষার্থী গতকাল আন্দোলন করছিল, তারাই সাবাস বাংলাদেশে ছাত্র-শিক্ষকদের এককাতারে মিশে গিয়েছে।
হারিয়ে ফেলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সম্পর্ক এভাবে ফিরে আসুক, শিক্ষার্থী বান্ধব এমন উপাচার্য সব বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ুক।
লেখক :পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েটস, ওসাকা ইউনিভার্সিটি, জাপান।
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল