শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত আজ বিকেলে

শুক্রবার, ফেব্রুয়ারী ১১, ২০২২
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে সিদ্ধান্ত আজ বিকেলে

ক্যাম্পাস ডেস্ক : উপাচার্যের অপসারণের মূল দাবি অমীমাংসিত রেখেই শেষে হয়েছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বৈঠক। এদিকে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়িত্ব পালন করে যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এমন পরিস্থিতিতে আন্দোলন চলবে না কি থেমে যাবে, তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছেন তাঁদের প্রতিনিধি দল। আজ শনিবার বিকেল চারটায় শুরু হওয়া ওই সভা থেকে সিদ্ধান্ত জানাবেন তাঁরা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে আন্দোলনরত শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস আহমেদ তুহিন অংশ নেন। 


পরে গণমাধ্যমকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আমরা আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেছি। তাঁরা তাঁদের বক্তব্য, দাবি-দাওয়া ও পুরো ঘটনা তুলে ধরেছেন। ভালো আলোচনা হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা তাঁদের কথা বুঝতে চেষ্টা করেছি।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘তাঁদের যে দাবিগুলো আছে- শিক্ষার মান, আবাসনের মান কীভাবে উন্নত করা যায়, সে সংক্রান্ত তাঁরা নিজেরাই চিন্তা করে বেশ কিছু প্রস্তাব দাঁড় করিয়েছে। আমরাই বলেছিলাম, তাঁদের ঠিক করতে। আমরা যে প্রস্তাবগুলো দেখলাম, তার মধ্যে বেশ কিছু ইতোমধ্যে পূরণ করা হয়ে গেছে। আরও যেগুলো আছে, প্রায় সবগুলোই আমরা আশা করি পূরণ করতে পারব। সে উদ্যোগ আমরা নেব।’

উপাচার্যের পদত্যাগের দাবির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আচার্য যেহেতু একজন উপাচার্যকে নিয়োগ দেন কিংবা অপসারণ করেন, সেহেতু আমরা বিষয়টি আচার্যকে অবহিত করব।’

পরে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে দায়িত্ব পালন করে যাওয়ার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে আগামী ১৪ ফেব্রুয়ারি শাবিপ্রবি দিবস যেন যথাযথভাবে পালন করা হয়, সে বিষয়েও ব্যবস্থা নিতে বলেছেন তিনি। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনিক ভবনে বৈঠকে শিক্ষামন্ত্রী এ পরামর্শ দেন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন ও কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব কথা জানান।

এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবস্থান কী হবে, সে প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষার্থী প্রতিনিধি দলের সদস্য শাহরিয়ার আবেদিন শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। পাঁচটি দফা ও আটটি প্রস্তাবনা বাস্তবায়ন করা হবে বলে তিনি কথা দিয়েছেন। যদিও এরই মধ্যে বেশ কিছু দফা বাস্তবায়ন হয়েছে।’

প্রধান দাবি উপাচার্য অপসারণ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শনিবার বিকেলে আমরা সব শিক্ষার্থীদের সঙ্গে বসে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবো। তবে আমরা মূল দাবি থেকে ফিরে আসছি না। ওই দাবিতেই অনড় আছি।’

সময় জার্নাল/আরইউ


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল