বুধবার, ফেব্রুয়ারী ১৬, ২০২২
শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
'সেচ্ছায় করি রক্তদান, গাই মানবতার জয়গান' এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিনামূল্যে রক্তদান ও সেচ্ছাসেবী সামাজিক সংগঠন হাতীবান্ধা রক্তদান সংস্থা-HBDO জার্সি উন্মোচন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এসএস সরকারি মডেল হাইস্কুল মাঠে হাতীবান্ধা রক্তদান সংস্থা-HBDO এর সভাপতি জুলফিকার বাদশা রতনের সভাপতিত্বে হাতীবান্ধা এস এস সরকারি মডেল হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক মাজেদুর রহমান ছন্দ জার্সি উন্মোচন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা এস এস সরকারি মডেল হাইস্কুলের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা এস এস সরকারি মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক মনজুর হোসেন, হাতীবান্ধা রক্তদান সংস্থা উপদেষ্টা ফরিদা ইয়াসমিন ফেন্সি সহ সংগঠনের সকল সদস্যগণ।
সময় জার্নাল/এলাআর