মো. মাইদুল ইসলাম: কেউ-কেউ লাল-সবুজ-গোলাপি-নীল বাহারি রঙের কাগজ কাটছেন, কেউ সেগুলো দিয়ে বিভিন্ন আকৃতির বানাচ্ছেন। কেউ আবার বানানো কাগজগুলো নিয়ে লাগাচ্ছেন। আরেকদল একসাথে বসে ডিজাইন নিয়ে পরিকল্পনা করছেন কিভাবে আরও সৌন্দর্যবর্ধন করা যায়। মঙ্গলবার এরকম ব্যস্ততা চোখে পড়ে গনিত বিভাগের সেমিনারে। এসকল আয়োজনেই নবীনদের বরণকে ঘিরে।
একই ব্যস্ততা ছিলো মার্কেটিং, উদ্ভিদবিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ইতিহাস সহ তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগগুলোয়। নবীনদের বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিভাগের শিক্ষার্থীরা।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সরকারি তিতুমীর কলেজে অনার্স প্রথম বর্ষ ২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে।
উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শারমিন আক্তার সুমনা বলেন, আজ সারাদিন নতুনদের স্বাগতম করার জন্য ডিপার্টমেন্ট প্রস্তুত করলাম। উদ্ভিদবিজ্ঞান সম্পর্কিত বিভিন্ন লেখা, ছবি দিয়ে রুমকে ডেকোরেট করলাম।
গনিত বিভাগের শিক্ষার্থী শাকিল মাহমুদ বলেন, গেট, আলপনা, বিভিন্ন আর্ট করলাম সারাদিনে। নবীনদের বরণ করতে প্রস্তুতি সম্পন্ন করলাম। বাকিটা আসলেই দেখা যাবে, নতুনদের অপেক্ষায় আমরা।
সকাল ৯ টায় রসায়ন বিভাগে উপস্থিত হয়ে নবীন শিক্ষার্থীদের স্বাগতম জানাবেন তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা। এরপর পর্যায়ক্রমে অন্য ২১ টি বিভাগে শিক্ষার্থীদের স্বাগতম জানাবেন।
এর আগে ১৭ ফেব্রুয়ারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনার্স প্রথম বর্ষ ২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯ঃ০০ মিনিটে স্ব স্ব বিভাগে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। নবাগত শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এমআই