নিজস্ব প্রতিবেদক। ভোজনরসিকদের নিরাপদ, মানসম্মত খাবার নিশ্চিত করার লক্ষে যাত্রা শুরু করলো অ্যাপ ও অনলাইন ভিত্তিক রেস্টুরেন্ট ডিরেক্টরি ডাইনবিডি।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর অভিজাত এলাকা গুলশানে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল্লাহ এম ইয়েমন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সাংসদ হাবিবে মিল্লাত, ট্র্র্র্র্র্র্র্র্র্র্র্রায়াবের সভাপতি খবির উদ্দিন আহমেদ, টিআইসির চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল, ইসলামিক ফাউন্ডিশনের পরিচালক ড. সৈয়দ শাহ আমরান, ই-ক্যাব’র (বিনিয়োগ কমিটি) ভাইস চেয়ারম্যান ফারহা মাহমুদ ত্রিনা, এম মুফিদ আহমেদ, সুলতান এইচ চৌধুরি, রফিকুল ইসলাম নাসিম।
উল্লেখ্য, ডাইনবিডি রেস্টুরেন্ট ব্যবসা ও ফুড সাপ্লাই চেইনের উন্নতির জন্য কাজ করছে। ডাইনবিডির পাঁচটি পণ্য প্রতিষ্ঠার লক্ষেও কাজ করছে। তা হলো- ডাইনবিডি ফুড সেফটি এন্ড হাইজিন, ডাইনবিডি লিস্টিং, দ্য ডাইনিভার্স, ডাইনবিডি ডিজিটাল কন্টেন্ট এবং লার্নিং এন্ড ডেভেলপমেন্ট ।
সময় জার্নাল/আরইউ