বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

তিতুমীর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা

শনিবার, মার্চ ৫, ২০২২
তিতুমীর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা

মো. মাইদুল ইসলাম: সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কলেজের সকল শিক্ষার্থীদের নিকট থেকে নাম আহবান করা হয়েছে।

রবিবার (৬ মার্চ) তিতুমীর কলেজের অধ্যক্ষের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিযোগীদের ৭-১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট বিভাগে বিভাগীয় প্রধানের কাছে জমা দিতে বলা হয়েছে। প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ। প্রতিযোগীদের অবশ্যই কলেজ পরিচয় পত্র ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তির রশিদ সাথে রাখতে হবে।

একজন প্রতিযোগী সর্বোচ্চ ৩ টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে ( যে কোন একটি রিলে দৌড় ছাড়া)।

প্রতিযোগিতায় ছেলেদের ইভেন্টগুলো হলো দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ, লাফ-ধাপ-ঝাঁপ।

প্রতিযোগিতায় মেয়েদের ইভেন্টগুলো হলো দৌড়, দীর্ঘ লাফ, চাকতি নিক্ষেপ, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, উচ্চ লাফ।

সময় জার্নাল/এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল