কামরুল ইসলাম সজল, শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের উদ্যোগে এই কার্টুন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ক্যাম্পেইন ও দুর্নীতি বিরোধী গেম শো'র আয়োজন করা হয়।
রবিবার (৬মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়াইফাই জোনে সকাল ৯টায় কার্টুন প্রদর্শনীর উদ্ভোদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশীদ ভুঁইয়া। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নজরুল ইসলাম, প্রক্টর ড. হারুন-উর-রশিদ, অন্যান্য শিক্ষকবৃন্দ, শেকৃবি ইয়েস গ্রুপের কো-অর্ডিনেটর ইয়াসমিন আরা বেবি, লিডার এমদাদুল হক, কো-লিডার সৌগত সাহা, জান্নাতুল ফেরদৌস ও শিক্ষার্থীবৃন্দ।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী-কর্মকর্তা ছাড়াও বাহিরের শতাধিক ব্যক্তি দুর্নীতি বিরোধী এ কার্টুন প্রদর্শনী ও দুর্নীতি বিরোধী গেম শো তে অংশ নেয়, তাছাড়াও তাদেরকে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে সচেতন করা হয় পাশাপাশি বিষয়টি সম্পর্কে বিভিন্ন তথ্য সমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
কার্টুন প্রদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. শহীদুর রশিদ ভুঁইয়া বলেন, দুর্নীতিবিরোধী ব্যঙ্গচিত্রগুলো অসাধারণ হয়েছে। এর মাধ্যমে সঠিকভাবে সচেতনতা গড়ে তুলতে পারলে আমাদের অনেক লাভ হবে। এই কার্টুন প্রদর্শনী অনুষ্ঠান উদ্ভোদন করতে পেরে আমি সত্যিই আনন্দিত।
এমআই