সর্বশেষ সংবাদ
প্রতিষ্ঠার ৪৬ বছর:
সময় জার্নাল প্রতিবেদক :
ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু হওয়ার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের নবদিগন্তের দ্বার উন্মোচিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা শিক্ষার জন্য ফরেনসিক মেডিসিন বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে এখানে প্যাথলজিক্যাল ময়নাতদন্তসহ সব ধরণের ময়নাতদন্ত হবে।
বিএসএমএমইউয়ের অন্তর্গত পুরাতন বেতার ভবনের দ্বিতীয় তলায় ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি বিভাগ চালু এবং এমডি, ফরেনসিক মেডিসিন প্রথমব্যাচের রেসিডেন্টদের নবীনবরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, ফরেনসিক মেডিসিন বিভাগ চালু হওয়ায় দীর্ঘদিনের একটি স্বপ্ন বাস্তবায়িত হলো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ময়নাতদন্ত হবে। ফরেনসিক মেডিসিন বিষয়ে উচ্চতর শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে এই বিভাগটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উপাচার্য তার বক্তব্যে ফরেনসিক মেডিসিন বিষয়ের বিশেষজ্ঞ তৈরি এবং দেশব্যাপী এই বিষয়ে চিকিৎসা শিক্ষার প্রসারে যা যা করণীয় সেক্ষেত্রে সব ধরণের সহায়তা করা হবে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ডা. শিরিন তরফদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, ফরেনসিক মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. মোঃ শাহ আলম, ইউজিসির সম্মানিত অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, জেষ্ঠ্য শিক্ষক অধ্যাপক ডা. এম মুজাহেরুল হক, অধ্যাপক ডা. শামসুল ইসলাম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ নজরুল ইসলাম খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল