তিতুমীর কলেজ প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে তিতুমীর কলেজের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. সালাউদ্দিনের সঞ্চালনায় দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিন সকালে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করা হয়। এরপর কবিতা, গান ও উপস্থিত বক্তৃতা করেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা। মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুক্তিযুদ্ধে প্রাণ ও সম্ভ্রম বিসর্জন দেওয়া সকল বীর মুক্তিযোদ্ধা ও নারীর প্রতি সম্মান জানাই। শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের চেতনা ধারণা করে দেশের সেবায় কাজ করে সেই আহ্বান জানাই।
এতে আরো বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক এএসএম আসাদুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক রতন সিদ্দিকীসহ প্রফেসর মঞ্জুমা হক, প্রভাষক মো. মাহবুবুল ইসলাম, প্রভাষক মান্না কনা দেব।
এছাড়াও বক্তব্য রাখেন তিতুমির কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া বক্তব্য রাখে।
কবিতা, গান, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এমআই