মো. মাইদুল ইসলাম: সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিতুমীর কলেজে এই প্রথম কোন সংগঠনের নির্বাচনে হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের পরিবেশ উৎসবমুখর।
বুধবার (১৬ মার্চ) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনারে বেলা ১২ টা থেকে দুপুর ৩:৩০ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
৯ টি পদের বিপরীতে ১৭ জন মনোনয়ন উত্তোলন করেলেও নির্বাচনে ৮ টি পদের জন্য ১৫ জন পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রচার ও প্রকাশনা পদে একজন পদপ্রার্থী থাকায় মামুনুর রশীদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য লড়বেন ৩ জন করে প্রার্থী, এছাড়া সহ-সভাপতি ২ জন, সাংগঠনিক সম্পাদক ২ জন, অর্থ-সম্পাদক ২ জন, দপ্তর সম্পাদক ২ জন ও কার্যনির্বাহী সম্পাদক পদে ২ জন। উল্লেখ্য, সভাপতি পদপ্রার্থী নাজমুল হুদা মনোনয়ন প্রত্যাহার করেন।
সোমবার (১৪ মার্চ) দুপুরে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর আগে ১০ ও ১১ মার্চ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নির্বাচন ২০২২ এ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন। অন্য চারজন কমিশনার হলেন সাংবাদিক সমিতির উপদেষ্টা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার, চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র ক্রাইম রিপোর্টার শাহরিয়ার আরিফ, এসিয়ান টেলিভিশনের হেড অফ প্রোগ্রাম প্রডিউসার রফিকুল ইসলাম রলি ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির।
সময় জার্নাল/এমআই