তিতুমীর কলেজ প্রতিনিধি:
তিতুমীর কলেজস্থ ঝালকাঠী জেলা ছাত্র কল্যাণ সমিতির অনুমোদিত কমিটির সভাপতি হয়েছেন মো. হিজবুল্লা বাসার মুন্না এবং সাধারণ সম্পাদক মো. জমির হোসেন ফালাক।
তিতুমীর কলেজ পড়ুয়া ঝালকাঠী জেলার ছাত্র-ছাত্রীদের কল্যাণে কাজ করা সংগঠনটিকে আগামী ১ বছররের জন্য অনুমোদন দেয়া হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও নবাগত কমিটিতে আরও আট জন শিক্ষার্থী কাজ করার সুযোগ পেয়েছে।
বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও সাধারণ সম্পাদক শাহজাদা সোহাগের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিতুমীর কলেজ ঝালকাঠী জেলা ছাত্র কল্যাণ সমিতির অনুমোদন দেয়া হয়।
কমিটির সহ-সভাপতি হয়েছেন, মো. তানভীর আহমেদ ও মো. তৌহিদ হোসেন রুমি। যুগ্ম-সাধারণ সম্পাদক নাইমুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক সাকিল আহমেদ, নিয়াজ মাহমুদ নাদিম এবং মিনহাজুল ইসলাম।
কমিটির সদস্য পদে স্থান পেয়েছে সুমন গাজী ও আবির হোসেন।
এছাড়াও উপদেষ্টা মন্ডলির সদস্য হিসেবে রয়েছেন মো. জাহিদুল ইসলাম, আল-মামুন, মাহমুদুর রহমান, নুরুজ্জামান ও জামাল হোসেন রাব্বি।
দায়িপ্রাপ্ত সাধারণ সম্পাদক জমির হোসেন ফালাক বলেন, আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষে আমাদের তিতুমীর কলেজস্থ ঝালকাঠী জেলা ছাত্র কল্যাণ সমিতির জন্ম হয়েছে। আমাদের পূর্বের যারা দায়িত্বে ছিলো তাদের পথ অনুসরণ করে আমি ঝালকাঠীর ছাত্রদের কল্যাণের লক্ষে কাজ করে যাবো। তিতুমীর কলেজের শিক্ষার্থীদের মধ্যে
মেধার স্বাক্ষর রাখতে পারবে ঝালকাঠী জেল ছাত্রকল্যাণ সমিতির ছায়াতলে থাকা শিক্ষার্থী বৃন্দরা।
এমআই