সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ চালকসহ চার জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও একজন। উপজেলার আধুনগর বাজারে সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আতিকুর রহমান জানান, আজ সোমবার একটি প্রাইভেটকারে করে কয়েকজন চট্টগ্রাম শহর থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিল। পথে লোহাগাড়া উপজেলার আধুনগর বাজারে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এ সময় চার জন নিহত হয়। এ ছাড়া আহত হয় আরও একজন।
ওসি জানান, নিহত ব্যক্তিদের মধ্যে হারুন অর রশিদ নামের একজনের পরিচয় মিলেছে। বাকিদের শনাক্ত করার কাজ চলছে।
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল