অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
লিফলেট বিতরণের সময় প্রগতিশীল ছাত্রজোটের উপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে লিফলেট বিতরণ করছিল প্রগতিশীল ছাত্রজোট।
মঙ্গলবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্রজোট।
প্রগতিশীল ছাত্রজোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শোভন রহমান বলেন, ‘জবিতে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা হরতালের প্রচারকালে ছাত্রলীগ কর্মীরা হামলা করে এবং লিফলেট ছিনিয়ে নেয়। এ হামলায় প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি ফয়েজ উল্লাহসহ পাঁচ থেকে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।’
জবির শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি কে এম মুত্তাকী বলেন, ‘লিফলেট বিতরণকালে ছাত্রলীগের সঙ্গে এক ধরনের ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় আমাদের কয়েকজন অল্প আহত হয়েছেন।’
হামলার কথা অস্বীকার করে শাখা জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী বলেন, ‘হামলার কোনো ঘটনা ঘটেনি। বহিরাগত কিছু লোক ক্যাম্পাসের ভেতরে সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিল, তাদের পক্ষ থেকে লিফলেটগুলো নিয়ে নেয়া হয়েছে।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এরপর আমি প্রগতিশীল ছাত্রজোটের কেন্দ্রীয় নেতাদের অফিসে এনে বিষয়টি সমাধান করে দিয়েছি। ওনারা যদি আগে জানিয়ে প্রোগ্রামটা করত, তাহলে এ সমস্যায় পড়ত না। আর হামলার কোনো অভিযোগ আসেনি।’
এমআই