অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব। এসময় শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মী সহ অন্যান্য সদস্যরা।
শনিবার (২৬ মার্চ) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম সাদেক, সহসভাপতি দৈনিক আস্থার পত্রিকার প্রতিনিধি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক এনটিভি অনলাইনের আহনাফ তাহমিদ ফাইয়াজ, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ জার্নালের অনুপম মল্লিক আদিত্য, এছাড়া জবি প্রেসক্লাবের সদস্য আগামীর নিউজের জবি সংবাদদাতা আতিক সিয়াম, বি-বার্তা২৪ এর প্রতিনিধি এহসান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৭ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।