তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজ নাট্যদলের পরিবেশনায় মঞ্চায়িত হয়েছে মাইকেল মধুসূদন দত্তের রচিত নাটক 'বুড়ো সালিকের ঘাড়ে রোঁ'। নাটকটির নির্দেশনা দিয়েছেন ওমর ফারুক অভ্র।
মঙ্গলবার ২৯ মার্চ বেলা ১১ টায় নবীনদের বরণ উপলক্ষে কলেজের শহীদ বরকত মিলনায়তনে মঞ্চায়ন করা হয় নাটকটি। এসময় দর্শকসারিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মো: মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এ এস এম আসাদুজ্জামান ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ সহ কলেজটির অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
নাটক সমাজ পরিবর্তনের একটি বড় হাতিয়ার উল্লেখ করে অধ্যক্ষ প্রফেসর তালাত সুলতানা বলেন, অসাধারণ একটি নাটক পরিবেশন করলো তিতুমীর কলেজ নাট্যদল। আমাকে মুগ্ধ করেছে তাদের অভিনয়। এছাড়াও তিনি অভিনন্দন জানান তিতুমীর কলেজ নাট্যদলের নবীন সহ সকল সদস্যদের। তিনি জানান, জনমনে গঠনের একটি বড় হাতিয়ার নাটক, নাটকের মাধ্যমেই সমাজের কাছে পৌঁছানো যায়, বিভিন্ন ধরনের কুসংস্কার একমাত্র নাটকের মাধ্যমেই দূর করা সম্ভব।
নাটক প্রসঙ্গে প্রফেসর এ এস এম আসাদুজ্জামান বলেন, তিতুমীর কলেজ নাট্যদলের পরিবেশনায় এই নাটকটি আমার কাছে অন্ত্যত ভালো লেগেছে। তাদের সাবলীল অভিনয় আমাদের মুগ্ধ করেছে। এছাড়াও তিনি নাট্যদলের প্রতি এধরনের ভিন্নধর্মী আয়োজনের আহবান জানান যাতে নবীন শিক্ষার্থীরা উৎসাহ পায় এছাড়াও তিনি উক্ত নাটকের সাথে সম্পৃক্ত সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মোড়ল বলেন, নাটকটি অন্ত্যত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এমন সৃষ্টিশীল কিছু করলে নবীনরা তিতুমীর কলেজ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আমরা সবসময় চেষ্টা করবো যেন এমন ভিন্নধর্মী আয়েজনের মাধ্যমে তিতুমীর কলেজ এগিয়ে যাক এবং তিনি নবীন শিক্ষার্থীদের এসব ভিন্নধর্মী আয়োজনে অংশগ্রহণে আহবান জানান।