সময় জার্নাল প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলা আমাদের প্রাণের মেলা। মন ও মননের মেলা।ফেব্রুয়ারির মাসের অমর একুশে গ্রন্থমেলা করোনা ভাইরাসের কারণে দেরিতে গত মার্চের ১৮ তারিখে শুরু হয়েছে।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের আয়োজন ছিলো বুহৎ পরিসরে। দুই হাজার বিশ সাল বঙ্গবন্ধুর জন্মশত বাষির্কী ও একুশ সাল বাংলাদেশের সুবর্ণ জযন্তী উপলক্ষে বিশেষভাবে উদযাপিত হচ্ছে দুটি বছর। কিন্তু ভয়াবহ করোনা ভাইরাসের কারণে সকল আয়োজনেই ভাটা পড়েছে। অবশেষে বইমেলা শুরু হলেও করোনার ভয়াবহতা মাথায় রেখে সতর্কতা অবলম্বন করা হয়েছিলো। গত কয়েকদিন আগেই মেলার মুল মঞ্চের আলোচনাসভা স্থগিত করেছে বাংলা একাডেমি। অবশেষে প্রতিদিন মেলার সময়সীমা কমিয়ে এনেছে আয়োজক কতৃপক্ষ। করোনাকালী মেলা আয়োজন ও সময় কমিয়ে নিয়ে আসা নিয়েও পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে নানা গুঞ্জন।
বাংলাা একাডেমির মহাপরিচালক আগেই জানিয়েছিলেন পরিস্থিতি খারাপ হলে যেকোন সময় মেলা বন্ধ করে দেওয়া হবে। পরিস্থিতি দিন দিন মারাত্মক ধারণ করেছে করোনা ভাইরাসের কারণে। সরেজমিনে ঘুরে দেখা গেছে দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় উপস্থিতি, বিক্রয় ও অন্যান্য বিষয়েে একেবারেই ঢিলেঢালা পরিস্থিতি। প্রকাশ লেখক পাঠকের রয়েছেও ভিন্ন ভিন্নমত। এ পরিস্থিতিতে যে কোনদিন মেলা বন্ধ ঘোষণা করা হতে পারে বলে ধারণা করছেন অনেকই।
সময় জার্নাল/ইম