স্পোর্টস ডেস্ক:
আগের দিন অন্য প্রান্তের চার ব্যাটসম্যান সাজঘরে ফিরেছেন। মাহমুদুল হাসান জয় ক্রিজে থেকেছেন ধৈর্য নিয়ে। আজও একইভাবে থাকলেন জয়, তার সঙ্গী হলেন লিটন দাস। একবার অবশ্য ক্যাচ তুলে দিয়েছিলেন তিনি। তবে সেটা ধরতে পারেননি স্লিপে দাঁড়িয়ে থাকা ডিন এলগার।
শনিবার ডারবান টেস্টের তৃতীয় দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে বাংলাদেশ। জয় ৬৫ ও লিটন অপরাজিত আছেন ২৯ রানে। দ্বিতীয় দিনে ৯২ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
এরপর নাইটওয়াচম্যান হিসেবে ক্রিজে আসেন তাসকিন আহমেদ। দ্বিতীয় দিনে অবশ্য বেশিক্ষণ টিকে থাকতে পারেননি তিনি। ১০ বলে ১ রান করে সাজঘরে ফেরত যান তাসকিন। তাকে ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম উইকেট পান লিজাড উইলিয়ামস।
নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালোই হয়। নতুন বলের চ্যালেঞ্জ উতরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। টেস্ট মেজাজে দেখেশুনে খেলে শুরুর ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ২৫ রান। বিপত্তি বাধে চা বিরতির আগে। ৯ রান করে আউট হন সাদমান।
সাইমন হার্মারের ফ্লাইটেড বলের লেন্থ পড়তে গড়বড় করে বসেন বাঁহাতি এই ব্যাটসম্যান। সামনে না খেলে তিনি অপেক্ষায় থাকেন পেছনের পায়ে। বল পিচ করে টার্ন না করে একটু নিচু হয়ে সোজা গিয়ে আঘাত করে স্টাম্পে। এই আউটের পরে দ্বিতীয় সেশন শেষ হয়।
দিনের তৃতীয় ও শেষ সেশনে ফিরে বেশ সাবলীল ব্যাট করতে থাকেন জয় ও নতুন ব্যাটসম্যান শান্ত। দেখেশুনে খেলে দুই জনেই ছুঁটছিলেন অর্ধশতকের দিকে। কিন্তু হঠাৎ ঝড়ে বিদায় নেন শান্ত। হারমারের ফ্লাইটেড ডেলিভারি মিডল স্টাম্পে পিচ করে সামনে টেনে আনে শান্তকে। পা বাড়িয়ে ডিফেন্স করেন এই বাঁহাতি। কিন্তু বল দারুণভাবে টার্ন করে শান্তর রক্ষণ ভেঙে আঘাত হানে স্টাম্পে। শেষ ২টি করে চার-ছক্কায় ৮৭ বলে ৩৮ রান করেন শান্ত।
সেই ঝড়ে হারমারের করা পরের ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল। কুইকার ডেলিভারিটি সামনে পা বাড়িয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু বলের লাইন কাভার করতে পারেননি পুরোপুরি। ব্যাটের কানায় লেগে প্যাডে ছুঁয়ে বল যায় সামনের দিকে। সিলি মিড অফ থেকে বাঁ দিকে ডাইভ দিয়ে দুর্দান্তভাবে এক হাতে ক্যাচ নেন পিটারসেন। মুমিনুল ফেরেন রানের খাতা খোলার আগেই।
সাদমান, শান্ত, মুমিনুলের পর হারমারকে উইকেট দিতে বাধ্য হন মুশফিক। দ্বিতীয় দিনের খেলা শেষ হতে তখন মাত্র ৩ ওভার বাকি। হারমারের লেগ স্টাম্পে পিচ করে হালকা বেরিয়ে যাওয়া বলে গ্ল্যান্স করার চেষ্টা করেন মুশফিক। তবে বলের লাইনে যেতে পারেননি। গ্লাভসে লেগে বল যায় উইকেটের পেছনে। জোরাল আবেদনে আউট দেননি আম্পায়ার। রিভিউ নেয় প্রোটিয়ারা। রিভিউয়ে দেখা যায়, বল হালকা ছুঁয়ে গেছে মুশফিকের গ্লাভসে। ১৯ বলে ৭ রান করেন মুশফিক।
এমআই