তিতুমীর কলেজ প্রতিনিধি:
সরকারি তিতুমীর কলেজে নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠিত হয়েছে৷ এতে মো. মাসুদ রানা (ফারহান) সভাপতি ও আকাশ তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (০৪ এপ্রিল) ছাত্র কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন, সভাপতি শাকিল আহম্মেদ বাবু ও সাধারণ সম্পাদক এস.এম. সাকিবুল হাসান এবং ছাত্রী বিষয়ক সম্পাদক মলি তালুকদারের সই করা এক বিজ্ঞপ্তিতে ৯৭ বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেওয়া হয়৷
সাধারণ সম্পাদক দায়িত্ব পাওয়া আকাশ তালুকদার বলেন, ছাত্রকল্যাণ হচ্ছে একটি সামাজিক সংগঠন যা ছাত্রদের কল্যাণে সব সময় কাজ করা। ছাত্রদের সকল বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করবো। নতুন কমিটির সকলকে নিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ক্যাম্পাসে সকল ধরনের সহায়তা প্রদান করবো।আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করার ব্যবস্থা করবো। নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এমআই