কামরুল ইসলাম সজল :
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের গুণমান নিশ্চিত করণ সেল (IQAC)।
আজ (১৭ এপ্রিল) রবিবার বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন IQAC পরিচালক ড. মো. আসাদুজ্জামান খান।
প্রধান অতিথির বক্তব্যে শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া বলেন, "বঙ্গবন্ধু রাজনীতি শুরু করেছিলেন সাধারণ নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তিনি সারাজীবন সাধারণ মানুষের জন্য আন্দোলন করে গেছেন। তিনি শুধু রাজনীতি করতেন না তিনি এদেশের মানুষের কথা, মাটির কথা বলতেন।"
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ, এগ্রিবিজনেস অনুষদের ডিন অধ্যাপক মো. আব্দুল লতিফ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. ফরহাদ হোসেন, শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন IQAC এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামান।
এমআই