কামরুল ইসলাম, শেকৃবি প্রতিনিধি: রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল ৪টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে স্লোগান দেন ও বক্তব্য প্রদান করেন।
মিছিলের সময় শিক্ষার্থীরা "ঢাকা কলেজ ভয় নাই,আমরা আছি লাখো ভাই", "শিক্ষার্থীদের উপর হামলা কেন,জবাব চাই,জবাব চাই", "সিন্ডিকেটের কালো হাত,ভেঙে দেও গুড়িয়ে দেও" বলে স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে শিক্ষার্থীরা নিউ মার্কেটে ব্যবসায়ীদের বিরুদ্ধে সাধারণ মূল্যের চেয়ে বেশী দাম রাখা, ক্রেতার সাথে অসৌজন্যমূলক আচরণ, নারী শিক্ষার্থীদের প্রতি অবমাননামূলক মন্তব্য করা ইত্যাদি অভিযোগ তোলেন। এছাড়াও ব্যবসায়ীদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পালটা ধাওয়ার ঘটনায় পুলিশ ও ব্যবসায়ীদের দ্বারা শিক্ষার্থী আহতের ঘটনায় প্রতিবাদ জানান ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ মিছিল আয়োজকদের একজন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রন্থনা ও প্রকাশনা সম্পাদক জামিউল আলম পরশ বলেন, 'ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের উপর প্রশাসনের এ ধরনের নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।নিউমার্কেটে দোকানদারের দ্বারা দীর্ঘদিন ধরে সাধারণ ক্রেতারা নির্যাতিত হচ্ছে। সেইসাথে নিউমার্কেট এর দোকানদারদের সিণ্ডিকেট ভাঙতে হবে এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।'
সময় জার্নাল/এলআর