কামরুল ইসলাম সজল, শেকৃবি প্রতিনিধি:
ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার এবং সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন "আলোকিত মানুষ"।
আজ ২৭ এপ্রিল-২০২২ দুপুর ১২.০০ টায় শেকৃবি পতাকা স্ট্যান্ডে বিতরণ করা হয় এই ঈদ সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ, প্রক্টর ড. হারুন-উর-রশিদ, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ জসীমউদ্দিন, আলোকিত মানুষ' সংগঠনের চীফ মডারেটর প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম,মডারেটর সহকারী অধ্যাপক রুহুল আমিন, আলোকিত মানুষ সংগঠনের সভাপতি মোঃ সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম(ডালিম) সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। ও সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্যরা ও সম্মানিত সদস্যরা।
এ বছর ৭০ টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রী হিসেবে ছিল ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ২ মিনি প্যাক দুধ এবং ১ প্যাকেট সেমাই। এসময় প্রায় অর্ধশত জন সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরনও করেন এ সংগঠন।
শেকৃবির 'আলোকিত মানুষ' -এর সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন," 'মানবতার সেবায় আর্তের পাশে' এই স্লোগানকে সামনে রেখে মানব সেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না, তাদেরকে একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি, ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।"
এমআই