আন্তর্জাতিক ডেস্ক :
সবাইকে ছাড়িয়ে বাজারমূল্যে বিশ্বের শীর্ষ মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরবের আরামকো। অ্যামেরিকান কোম্পানি প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকে পেছনে ফেলে সবার প্রথমে নিজের নাম লেখায় সৌদি কোম্পানিটি।
কোম্পানির শেয়ার ৪৬ দশমিক ২০ রিয়াল বেড়ে যাওয়ার প্রেক্ষিতে এর বাজারমূল্য দাঁড়ায় ২ দশমিক ৪৬৪ ট্রিলিয়ন ডলার (৯ দশমিক ২৪ ট্রিলিয়ন রিয়াল)। যেখানে অ্যাপলের মূল্য ২ দশমিক ৪৬১ ট্রিলিয়ন ডলার।
ব্লুমবার্গের মতে, অ্যাপলের বাজারমূল্য গত ৪ জানুয়ারিতে ছিল ২ দশমিক ৯৬০ ট্রিলিয়ন ডলার। এটাই ছিল সর্বোচ্চ। তারপর থেকে নিম্নগামী পথেই রয়েছে। এ পর্যন্ত কমেছে প্রায় ৪৮৪ বিলিয়ন ডলার। অন্যদিকে তেলের উচ্চ মূল্যের কারণে আরামকোর দাম বেড়ে গেছে।
আগামী রোববার সৌদি আরামকো ২০২২ সালের প্রথম প্রান্তিকের আর্থিক হিসেব-নিকেশ প্রকাশ করবে। প্রত্যাশা করা হচ্ছে শক্তিশালী মুনাফা অর্জনের ঘোষণাই আসবে।
এ বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাতারাতি তেলের দাম বেড়ে যায়। আর এর সুফল লাভ করছে তেলসমৃদ্ধ দেশ সৌদি আরব।
জানা গেছে, সৌদি শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হওয়ার পর এবারই সৌদি কোম্পানির লাভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
২০২১ সালে আরামকোর নিট লাভের পরিমাণ ছিল ৪১২ দশমিক ৪ বিলিয়ন রিয়াল (১০৯.৯৫ বিলিয়ন ডলার)। যা ২০২০ এর তুলনায় ১২৪.৪ শতাংশ বেশি।
একই বছরের চতুর্থ ত্রৈমাসিকে শেয়ারহোল্ডারদের নগদ ৭০ দশমিক ৩৩ বিলিয়ন রিয়াল (১৮.৭৫ বিলিয়ন ডলার) লভ্যাংশ বিতরণের ঘোষণা দিয়েছে আরামকো।
এ ছাড়া মূলধন হিসেবে ১৫ বিলিয়ন রিয়াল (৪ বিলিয়ন রিয়াল) যুক্ত করা হয়েছে এবং প্রতি ১০ শেয়ারে একটি বোনাস শেয়ার দেয়ার ঘোষণাও করা হয়েছে।
সময় জার্নাল/ইএইচ