শেকৃবি প্রতিনিধি:
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬৯ব্যাচের মেধাবী শিক্ষার্থী সারকোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতে চিকিৎসাধীন রয়েছেন। ডাক্তারের সাথে কথা বলে জানা যায়, তার এ রোগের চিকিৎসার জন্য প্রায় ৩০ লক্ষ টাকার প্রয়োজন। যা তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।
সম্প্রতি এই মেধাবি শিক্ষার্থী দক্ষিণ কোরিয়াতে উচ্চশিক্ষা লাভের জন্য স্কলারশিপপ্রাপ্ত হন। কিন্তু ক্যান্সার আজ তার স্বপ্ন পূরনের পথে বাধা হয়ে দাড়িয়েছে। একটু মানবিক সহায়তাই পারে তার জীবনে প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে। খালিদ সাইফুল্লাহর পরিবার ও তার বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
মানবিক সহায়তা পাঠানোর ঠিকানাঃ
ব্যাংক অ্যাকাউন্ট-
মোঃ মাহফুজার রহমান (খালিদের পিতা)
A/C:20501120200350101
বগুড়া ব্রাঞ্চ,ইসলামি ব্যাংক লিমিটেড
A/C:0620501012082
কাহালু বগুড়া ব্রাঞ্চ, সোনালি ব্যাংক
বিকাশঃ০১৯২০৫০৮৯৯৪(এস এম নাজমুস সাকিব)
নগদঃ০১৫৯১১৪৬১৮৬(জোনায়েদ তালুকদার)
রকেটঃ০১৫৯১১৪৬১৮৬(জোনায়েদ তালুকদার)
এমআই