সর্বশেষ সংবাদ
সময় জার্নাল: শরীর ব্যথা জ্বর, সর্দি, কাশি—এমন উপসর্গ নিয়ে ১০০ জন মানুষ পরীক্ষা করালে ১৫ জনের করোনা শনাক্ত হচ্ছে। অনেকে এসব উপসর্গকে গুরুত্ব দিচ্ছেন না, নমুনা পরীক্ষা হচ্ছে কম। শনাক্ত না হওয়া করোনায় আক্রান্ত ব্যক্তি ভাইরাসটি ছড়াতে ভূমিকা রাখছেন। এতে সংক্রমণ বাড়ছে। সব মিলিয়ে পরিস্থিতি কিছুটা হলেও উদ্বেগ তৈরি করেছে।
অবশ্য এবার একটি উল্লেখযোগ্য দিক হলো, হাসপাতালে রোগী ভর্তির হার কম। দেশজুড়ে করোনা চিকিৎসার হাসপাতালগুলোতে বেশির ভাগ শয্যা খালি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১০ দিনে সারা দেশে ১৭ হাজার ৬০৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীসহ সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি ছিলেন ৫২৫ জন।
বিশেষজ্ঞরা মনে করেন, হাসপাতালে রোগী ভর্তি কম বলে পরিস্থিতি হালকাভাবে নেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কারণ, করোনার ধরন অমিক্রনের নতুন যে উপধরন ছড়িয়ে পড়ছে, তা নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. সায়েদুর রহমান প্রথম আলোকে বলেন, অমিক্রনের বিএ-৫ উপধরন এতটা পৃথক বৈশিষ্ট্যসম্পন্ন যে এর গতিপ্রকৃতি সম্পর্কে সিদ্ধান্তে আসতে পারছে না বিজ্ঞানী মহল। সুতরাং মাস্কই এখন পর্যন্ত পরীক্ষিত প্রতিরোধক।
৫১ জেলায় করোনা শনাক্ত
গতকাল দেশের ৫১টি জেলায় করোনা শনাক্তের তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাত দিন পর পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে পশুরহাট, বাজারঘাট, গণপরিবহনে জনসমাগম বাড়বে। এতে সংক্রমণ আরও ছড়ানোর ঝুঁকি আছে।
সংক্রমণ শুধু বাংলাদেশে বাড়ছে এমন নয়। এটি এখন বৈশ্বিক প্রবণতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, বিশ্বের বিভিন্ন দেশে তিন সপ্তাহ ধরে সংক্রমণ বাড়ছে। সবচেয়ে বেশি বেড়েছে পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে। তালিকায় আছে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আমেরিকা। তবে আফ্রিকা ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কমেছে। সংস্থাটি বলছে, যেসব অঞ্চলে সংক্রমণ বেড়েছে, সেসব জায়গায় মৃত্যুও বেড়েছে।
গুরুত্ব কম পাচ্ছে
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হয়। এরপর বাংলাদেশসহ সমগ্র বিশ্ব দুই বছরের বেশি সময় ধরে মহামারি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। কখনো সংক্রমণ বাড়ছে, কখনো কমছে।
এখন সাধারণ মানুষ অনেকেই ঘরের বাইরে বের হওয়ার সময় মাস্ক পরছেন না। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারটিতে গুরুত্ব দেওয়া হচ্ছে না। মাঝেমধ্যে সাবান-পানি দিয়ে হাত ধোয়া অথবা হাতে জীবাণুনাশক ব্যবহারের যে অভ্যাস গড়ে উঠেছিল, তা-ও এখন কমে গেছে।
পরীক্ষা ‘বাড়ানো’ দরকার
দেশে এখন মোট ৮৮০টি কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষা হয়। তবে জ্বর, সর্দি, কাশি নিয়ে যত কথা শোনা যাচ্ছে, সেই তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কম। গতকাল সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪০৩ জনের নমুনা পরীক্ষা করানো হয়। এতে শনাক্ত হন ১ হাজার ৮৯৭ জন।
সেঁজুতি সাহা বলেন, ‘করোনার পরীক্ষা বাড়াতে হবে। মানুষ যেন পরীক্ষা করাতে উদ্বুদ্ধ হন, সে জন্য প্রচার-প্রচারণা চালাতে হবে। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করতে হবে। তা হলে আমরা রোগের গতিপ্রকৃতি বুঝতে পারব।’
এসএম
এ বিভাগের আরো
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল