এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে ১কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১০ দিকে বাবুল মোল্যা (৫০) নামে ওই মাদক ব্যবসায়িকে আটক করে থানার নিয়ে আসে পুলিশ।
এ ঘটনায় উপ-পুলিশ পরিদর্শক মোঃ মনিরুজ্জামান বাদি হয়ে বৃহস্পতিবার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ১ কেজি গাঁজা উদ্ধারে ঘটনায় বাবুল মোল্যার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সময় জার্নাল/এলআর