মুরাদ ইমাম কবির, হিলি প্রতিনিধি:
হিলিতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। এক লাফে কাঁচা মরিচের দাম কমেছে কেজিতে ৭০ থেকে ৮০ টাকা।
দুই দিন আগেও হিলি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৪০ থেকে আড়াই শ টাকায় বিক্রি হলেও আজ রোববার তা বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়।
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় পণ্যটির দাম কমেছে বলে জানিয়েছেন হিলি বাজারের ব্যবসায়ীরা। তারা বলছেন, আমদানি অব্যাহত থাকলে কাঁচা মরিচের দাম স্বাভাবিক হয়ে আসবে।
সম্প্রতি আতিমাত্রায় গরম আর বন্যার কারণে কাঁচা মরিচের আবাদের ব্যাপক ক্ষতি হয়। দেশের বাজারে সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম আড়াইশ টাকা ছাড়িয়ে যায়। এরপর গতকাল শনিবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়।
এদিকে কাঁচা মরিচের দাম কমে আসায় শস্তির নিশ্বাস ফেলেছেন ক্রেতা বিক্রেতাদের মাঝে।
সময় জার্নাল/এলআর