খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে বঙ্গমাতার ৯২ তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল,আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মসজিদের মিলাদ শেষে পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও শেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা সভায় বঙ্গমাতা বেগম
ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে বক্তারা আলোচনা করেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মাৎ সাবিকুন্নাহার। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রহমান,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু,মহিলা ভাইস
চেয়ারম্যান শাপলা বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন বাবুল,সাধারণ সম্পাদক মশিয়ার প্রমূখ। পরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালায় থেকে প্রশিক্ষণ নেয়া দূস্থ্য ৬ জন মহিলার মাঝে শেলাই মেশিন বিতরণ করা হয়।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সফি মিয়া মডার্ণ মার্কেটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মহিলা আওয়ামীলীগের সভাপতি শিল্পী রাণী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল,প্রধান বক্তা হিসাবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু,সেচ্ছাসেবক লীগের সহঃসভাপতি আসাদুজ্জামান চিলু,উপজেলা
ছাত্রলীগের সভাপতি মাঈনুল আরেফিন সপু,উপজেলা কৃষক লীগের সভাপতি মিথুন কুমার রায় ও সাধারণ সম্পাদক শাকিল হোসেন প্রমূখ।
এমআই