আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নাটানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। এতে কেন্দ্রটির বৈদ্যুতিক বিতরণ গ্রিডে সমস্যা হয়। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে রয়টার্স জানায়, রোববার (১১ এপ্রিল) ইরানের নাটানজ পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয়েছে। আর এটিকে 'পারমাণবিক সন্ত্রাসবাদ' বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধান পারমাণবিক বিজ্ঞানী আলী আকবর সালেহি। এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার অধিকার রাখেও বলে জানান তিনি।
গোয়েন্দা সূত্রের বরাতে ইসরাইলের 'কান পাবলিক' রেডিও জানিয়েছে, ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ একটি সাইবার হামলা চালিয়েছে। তবে কোন দেশে এ হামলা চালিয়েছে তা জানায়নি প্রতিষ্ঠানটি।
এর আগে রোববার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেন, 'নাটানজ সাইটে বৈদ্যুতিক বিতরণ গ্রিডে একটি সমস্যা হয়েছে। তবে এতে কোনো হতাহত বা পারমাণবিক কেন্দ্রের তেমন কোনো ক্ষতি হয়নি।' তবে ইরানি সংবাদমাধ্যমগুলো জানায়, নাটানজ সাইটে পরিদর্শনকালে কামালভান্দি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার পায়ে ও মাথায় আঘাত লাগে। কী কারণে এই দুর্ঘটনা হয়েছে তা জানায়নি সংবাদমাধ্যমগুলো।
ইরানের কেন্দ্রীয় প্রদেশ ইস্ফাহানে নাটানজ পারমাণবিক কেন্দ্রের অবস্থান। দেশটির ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কেন্দ্রটি সবচেয়ে বেশি ভূমিকা রাখে। আর এই কেন্দ্রটি জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) নজরদারিতে রয়েছে।
এদিকে এ হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ইসরাইল। আর হামলার বিষয়ে আইএইএর মুখপাত্র এক মেইলের মাধ্যমে বলেন, 'সংবাদ মাধ্যমে হামলার যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পর্কে আমরা অবগত। এই অবস্থানে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না।'
সময় জার্নাল/আরইউ