নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, দেশি পিয়াজের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। কাঁচা মরিচের কেজি ৪০ টাকা।
শিমের কেজি ১২০ থেকে ১৪০ টাকা, পাকা টমেটো বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়, গাজর ১২০ থেকে ১৩০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা। বেগুনের কেজি ৫০ থেকে ৭০ টাকা, কাঁকরোলের কেজি ৫০ থেকে ৭০ টাকা, কাঁচা পেঁপের কেজি ২০ থেকে ২৫ টাকা, পটল ৪০ থেকে ৫০ টাকা। কচুর লতি, ঝিঙে, চিচিঙ্গা কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা। করলার কেজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা।
মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৪৫০ টাকা। তেলাপিয়া, পাঙাস মাছের কেজি বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকা। শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৬০ টাকা। কৈ মাছের কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। পাবদা মাছের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫০০ টাকা।
ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়, সোনালি মুরগির কেজি ২৮০ থেকে ৩০০ টাকা।
এমআই