বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সাইমন সাদিক ও মাহিয়া মাহি। শুক্রবার (৯ সেপ্টেম্বর) এ জুটির নতুন সিনেমা ‘লাইভ’ সারাদেশের চারটি সিনেপ্লেক্সসহ ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
সিনেমাটির মুক্তি উপলক্ষে বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সিনেমাটির পরিচালক শামীম আহমেদ রনি, নায়ক-নায়িকা ছাড়াও অতিথি হিসেবে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তারসহ আরও অনেকে।
এ সময় ‘লাইভ’ নিয়ে মাহি বলেন, কাজ করে বুঝেছি, সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচনা করতাম যে, এ সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে।
সময় জার্নাল/এলআর