আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা মাত্র ২৪ ঘণ্টায় দুই লাখ ছাড়িয়ে গেছে। একই সঙ্গে এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজারে বেশি মানুষের।
বৃহস্পতিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।
প্রতিদিনই শনাক্তে রেকর্ড গড়ছে ভারত, নিজেদের রেকর্ড নিজেরাই ভেঙে আবার নতুন রেকর্ড তৈরি হচ্ছে দেশজুড়ে। বাড়ছে মৃতের সংখ্যাও।
সবমিলিয়ে ভারতে এখন করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এক কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৩ হাজার ১২৩ জনে।
যুক্তরাষ্ট্রের পর করোনা শনাক্তে দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ভারত, এ ক্ষেত্রে ব্রাজিলের অবস্থান এখন তৃতীয়।
এরআগে বুধবার সকালে পাওয়া তথ্যানুযায়ী দেশটিতে মঙ্গলবার এক লাখ ৮৪ হাজার ৩৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার ২৭ জনের।
সময় জার্নাল/আরইউ