অনুপম মল্লিক আদিত্য, জবি প্রতিনিধি:
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে এবং রোভারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোভার স্কাউটের ফেসবুক পেজের মাধ্যমে প্রতিযোগিতাটির ফলাফল ঘোষণা করা হয়েছে।
বিচারক মন্ডলীর রায়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন গণিত ইউনিটের রোভার চয়ন কৃষ্ণ দেব। দ্বিতীয় স্থান অর্জন করেন সুমাইয়া সুলতানা এবং যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেন অনুপম মল্লিক আদিত্য ও হুমায়রা আক্তার।
প্রথম স্থান অধিকারী গণিত ইউনিটের রোভার চয়ন কৃষ্ণ দেব বলেন, প্রথমেই ধন্যবাদ জানাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপকে এত সুন্দর একটি আয়োজনের জন্য। আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে ধন্যবাদ জানাই আমাকে সারাক্ষণ সমর্থন দিয়ে পাশে থাকার জন্য। আমি আশাবাদী রোভার স্কাউট অতীতের ন্যায় আগামীতেও এমন আয়োজনের মাধ্যমে রোভারদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাবে।
প্রতিযোগিতাটির আহবায়ক সিনিয়র রোভার শরিফুল আলম বলেন, উদিয়মান প্রতিভা অন্বেষণের আসক্তি আমার। আর সেই সুযোগটি পেলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। সর্বোচ্চ চেষ্টা করেছি অংশগ্রহণকারী বাড়ানোর এবং সঠিক বিবেচনায় খোঁজে পেয়েছি বিজয়ীদের। যাদের ক্রেস্ট এবং পুরস্কার দেওয়া হবে সম্মানিত ভিসি স্যার কর্তৃক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে।
বিজ্ঞ বিচারক মন্ডলীরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, 'আমরা আমাদের সদস্যদের সৃজনশীলতা দেখে মুগ্ধ হয়েছি। আমাদের সকল সদস্যই খুব সুন্দর চিত্র অঙ্কন করেছেন । তবুও প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী সবার সেরা চিত্রগুলোকে আমরা বাছাই করে নিয়েছি।'
এনটি