সর্বশেষ সংবাদ
সময় জার্নাল ডেস্ক:
মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদের সার্ভারে কারিগরি ত্রুটির সমাধান হয়েছে। এর ফলে নগদে লেনদেন চালু হয়েছে। আজ রোববার সকাল থেকে নগদের গ্রাহকেরা ইউএসএসডি ও অ্যাপসের মাধ্যমে লেনদেন করতে পারছেন।
সেবাটির লেনদেন এর আগে গতকাল শনিবার বন্ধ ছিল ।গতকাল রাত থেকে নগদের সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এ জন্য কিছুটা সমস্যা হয়। মধ্যরাত থেকেও সেবা পুরোপুরি চালু হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।
নগদ এখন দেশের দ্বিতীয় বৃহত্তম মুঠোফোন আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। ডাক বিভাগের আওতাধীন এ সেবার সঙ্গে যুক্ত রয়েছেন ছয় কোটি গ্রাহক। বর্তমানে গ্রাহকের আর্থিক লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন ভাতাও বিতরণ করা হয় নগদের মাধ্যমে। প্রতিদিন এ সেবার মাধ্যমে লেনদেন হচ্ছে গড়ে প্রায় ৭০০ কোটি টাকা।
এসএম
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল