স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টনার সংবাদ সম্মেলনে সবারই আগ্রহ লিওনেল মেসির দিকে। মিডিয়ার সামনে সাবেক বার্সেলোনার তারকা উল্লেখ করলেন,‘ইনজুরির কোনো সমস্যা নেই। আমি পুরোপুরি ফিট। মানসিকভাবেও তৈরি। সত্যি বলছি এমন কোনো স্পেশাল ট্রেনিং আমি নেইনি টানা পঞ্চম এই বিশ্বকাপ খেলতে। আমি বিশ্বকাপটা উপভোগ করতে চাই।‘
দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণের এই দেশটির ফুটবল কর্তৃপক্ষ অবশ্য কয়েকশত মিডিয়া কর্মীকে হতাশ করেনি। সোমবার (২১ নভেম্বর) দুপুরে অনুশীলন শেষেই সন্ধ্যায় কাতার বিশ্বকাপের মেইন মিডিয়া সেন্টারে সাদা ড্রেসে হাসি মাখা মুখে হাজির আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
এই জীবন্ত ফুটবল কিংবদন্তী আগেই জানিয়েছেন এটা তার শেষ বিশ্বকাপ। অফিসিয়াল সংবাদ সম্মেলনে নিজের সেই সুপ্ত বাসনার কথাই উল্লেখ করলেন পিএসজির এই ফরোয়ার্ড।
মেসি বলেন,‘এটাই আমার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। যা আমার সবচেয়ে বড় চাওয়া। সাথে অন্যদেরও।‘
বেশ কিছু দিন ধরেই ইনজুরির সাথে লড়ছেন। পিএসজির হয়ে কয়েকটি ম্যাচ খেলেননি। আবার খেললেও আগেই মাঠ ত্যাগ। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে গোল করে কাতারে এসেছেন। তবে দোহাতে অবতরণ করলেও প্রথম দু‘দিন অনুশীলনে অনুপস্থিত।
যোগ করে বলেন,‘কাতারে আমার প্রচুর সমর্থক আছে। রয়েছে সারা বিশ্বেও। এই সমর্থকরা যেন খুশি হতে পারে দলের সাফল্যে সেই চেষ্টাই করবো।‘
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ নিয়ে বলেন, আসরের প্রথম ম্যাচ সবসময়ই গুরুত্বপূর্ন এবং কঠিনই হয়। দলেও অনেকেরই প্রথম বিশ্বকাপ। এরপরও আমরা জয়েই শুরু করতে চাই কাতার বিশ্বকাপ। তবে প্রথম পাঁচ মিনিট দেখে খেলার কথা জানান তিনি।
সময় জার্নাল/এলআর