শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

একাদশ শ্রেণীতে ভর্তি: ঢাকার সেরা যে ১০ কলেজ

শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২
একাদশ শ্রেণীতে ভর্তি: ঢাকার সেরা যে ১০ কলেজ

সময় জার্নাল ডেস্ক: এবছরের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে চলবে ১৫ই ডিসেম্বর পর্যন্ত। এবারও ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।

পড়াশুনা করে সবাই ই চায় বড় হতে। তাই পড়াশুনাটা যেন ভালো হয় তার জন্য চায় একটা ভালো কলেজ, একটা বড় কলেজে ভর্তি হতে। কিন্তু ঢাকার সেরা ১০ কলেজ সম্পর্কে অনেকের ধারণা নেই। তাই আজ আমরা জানব ঢাকার সেরা দশ কলেজ সম্পর্কে।

নটরডেম কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এটি একটি বেসরকারি উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রি কলেজ। এখানে, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক ৩ বিষয়েই পড়া যায়।
ঠিকানা- টয়েনবি সার্কুলার রোড, ঢাকা ১০০০।
ওয়েবসাইট- www.notredame.ac.bd
ইমেইল- info@notredame.ac.bd
ফোন নাম্বার- 02-7192325,হেল্প লাইন নাম্বার: 01933322530-32, 01967607777 (সকাল ৮টা-বিকাল ৫ টা)
কারা পড়তে পারবে- শুধু ছেলেরা।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪ এবং মানবিক বিভাগে জিপিএ ৩ থাকতে হবে।

ঢাকা কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশুনা হয়। এখানে বাংলা, ইংরেজি, গণিত, পদার্থ, রসায়ন, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামের ইতিহাস,ভূগোল, পরিবেশবিজ্ঞান, অর্থনীতি, দর্শন ইত্যাদি বিষয়ে পড়ানো হয়।

ঠিকানা- মিরপুর রোড, নিউমার্কেট, ধানমন্ডি, ঢাকা ১২০৫.
ওয়েবসাইট- www.dhakacollege.edu.bd
ইমেইল- info@dhakacollege.edu.bd
ফোন নাম্বার- ০২-৮৬১৮৩৫০, ৮৬১৮৭০৭, ৮৬৫২২২৩,৮৫১১৩৫৪
কারা পড়তে পারবে- শুধু ছেলেরা।
ভর্তির যোগ্যতা- উচ্চমাধ্যমিকে ভর্তি হতে হলে মাধ্যমিকে বিজ্ঞান বিভাগের জন্য জিপিএ ৫.০০ থাকতে হবে। বাণিজ্য বিভাগে ৪.৭৫ এবং মানবিক বিভাগে ৪.৫০ থাকতে হবে।

রাজউক উত্তরা মডেল কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- উচ্চমাধ্যমিক পর্যায় সব বিষয় পড়ানো হয়।
ঠিকানা- রোড#৩, সেক্টর#৬, উত্তরা, ঢাকা
ওয়েবসাইট- www.rajukcollege.net
ইমেইল- reumc1994@gmail.com
ফোন নাম্বার- 02-8918196,8954676,8912780-115
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৪.০০ থাকতে হবে।

ভিকারুননিসা নুন কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় ছাত্রী ভর্তি করানো হয়। এটাতে স্কুলও রয়েছে।
ঠিকানা- ১/এ, বেইলি রোড, ঢাকা- ১০০০।
ওয়েবসাইট- www.vnscbd.edu.bd
ইমেইল- vnse-bd@yahoo.com
ফোন নাম্বার- 88-8350500, 9348266
কারা পড়তে পারবে- শুধু মেয়েরা
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চতর গণিত সহ জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থাকতে হবে।

ঢাকা সিটি কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক শাখায় পাঠদান করা হয়। এছাড়া বিবিএ, বিএসসি,অনার্স, সিএসই কোর্স করানো হয়ে থাকে।
ঠিকানা- রোড নং ২, ধানমন্ডি আর/এ, ঢাকা-১২০৫।
ওয়েবসাইট- www.dhakacitycollege.edu.bd
ইমেইল- dhakacitycollege1250@gmail.com
ফোন নাম্বার- 88-02-9675529
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.০০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৫০ থাকতে হবে।

আদমজী ক্যান্টনমেন্ট কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- উচ্চ মাধ্যমিক শাখায় বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে শিক্ষা কার্যক্রম চালু আছে। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স রয়েছে।
ঠিকানা- ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
ওয়েবসাইট- www.acc.edu.bd
ইমেইল- info@acc.edu.bd / adamjeeschool@gmail.com
ফোন নাম্বার- 02-8872446 , 88-02-9834876
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.৭২ থাকতে হবে। সেনা সদস্যদের ছেলে মেয়ে ভর্তির জন্য এখানে আলাদা কোটা রয়েছে।

ঢাকা কমার্স কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিক বিষয় পড়ানো হয়। এছাড়াও বিবিএ,এমবিএ, বিএসসি, এম এস এস কোর্সসমূহ পড়ানো হয়।
ঠিকানা- সেকশন#২, মিরপুর, ঢাকা-১২১৬।
ওয়েবসাইট- www.dcc.edu.bd
ইমেইল- cdhakacommercecollege@yahoo.com
ফোন নাম্বার- 48033903, 48036942, 48037357
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিকে  জিপিএ ৪ থাকতে হবে এবং অনার্সে ভর্তি হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় জিপিএ গড়ে ৪ থাকতে হবে।

সরকারি বিজ্ঞান কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিক শাখায় কোর্সে শিক্ষাদান করা হয়। এটাতে শুধু বিজ্ঞান বিভাগ পড়ানো হয়। একসময় বানিজ্য শাখা থাকলেও। বর্তমানে শুধু বিজ্ঞান বিভাগ রয়েছে।
ঠিকানা- ৩৪/বি, ফার্মগেট। তেজতুরি বাজার রোড, ঢাকা-১২১৫।
ওয়েবসাইট- www.govtsciencecollege.com
ইমেইল- gsc 1954@yahoo.com
ফোন নাম্বার- 02-9113962, 8122817
কারা পড়তে পারবে- শুধু ছেলে।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ থাকলে ভর্তি হতে পারবেন।

ন্যাশনাল আইডিয়াল কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগে পাঠদান করা হয়ে থাকে।
ঠিকানা- খিলগাও, ঢাকা।
ওয়েবসাইট- www.nationalidealschool.edu.bd
ইমেইল- info@nationalidealschool.edu.bd
ফোন নাম্বার- 02-55120299
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
ভর্তির যোগ্যতা- উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে জিপিএ ৫, বাণিজ্য বিভাগে ৪.৫০ এবং মানবিক বিভাগে জিপিএ ৩.০০ থাকতে হবে।

বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস পাবলিক কলেজ
কোন কোন বিষয় পড়ানো হয়- এখানে উচ্চ মাধ্যমিক শাখায় পাঠদান করা হয়। এছাড়া এখানে ডিগ্রি কোর্স ও চালু আছে।
ঠিকানা- পিলখানা রোড। বিজিবি হেড কোয়ার্টার।
ওয়েবসাইট- www.abdurroufcollege.ac.bd
ইমেইল- info@abdurroufcollege.ac.bd
ফোন নাম্বার- 02-58616448
কারা পড়তে পারবে- ছেলে ও মেয়ে উভয়ই।
ভর্তির যোগ্যতা- বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য জিপিএ ৫ থাকতে হবে। বাণিজ্য বিভাগের জন্য ৩.১৭ ও মানবিক বিভাগে ২.৭৮ থাকতে হবে। এখানে বিজিবি সদস্যদের ছেলে মেয়ের জন্য বিজ্ঞান বিভাগে ৪.৮০, বাণিজ্য বিভাগে ৩ এবং মানবিক বিভাগে ২.৫০ থাকতে হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল