স্টাফ রিপোর্টার:
পাঠান ছবির ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। গান মুক্তি পেতে একদিকে যেমন শাহরুখ অনুরাগীরা শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে নেটিজেনদের একাংশ মোটেই ভাল চোখে দেখছেন না ‘পাঠান’ ছবির এই গানকে। এরসঙ্গে আবার যুক্ত হয়েছে দীপিকার পরনের গেরুয়া রঙের বিকিনি! এই সব মিলিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ‘পাঠান’ ছবি বয়কটের ডাক। আর এবার ‘পাঠান’ ছবির এই গান ও বেশ কিছু দৃশ্য নিয়ে আপত্তি তুললেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, ‘পাঠান’ ছবির বেশ কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না। তার কথায়, এই গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়। এর তীব্র বিরোধিতা করছি। ১২ ডিসেম্বর প্রকাশ্যে এসেছে ‘পাঠান’ ছবির প্রথম গান।
এর মধ্যেই শুরু হয়ে গেল বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করেই দেওয়া হল ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট পাঠান’ ।
এমআই