স্পোর্টস ডেস্ক:
বিশ্ব জয় করা শেষ লিওনেল মেসিদের। বিশ্ব জয়ের মুকুট নিয়ে দেশে ফিরছেন তাঁরা। এমন একটি মুকুট নিয়ে দেশে ফেরার সময় কি বিমানে বসে থাকা যায়! কাতারে ম্যাচ শেষে সারা রাত পার্টি করেছেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। তাদের সেই পার্টি যেন থামছেই না। বিমান থেকে দেশে নামার পর বুয়েনস এইরেসে হবে আর্জেন্টিনার মানুষের সঙ্গে মেসিদের ট্রফি উদ্যাপন। এরপরও কত দিন মেসিদের উদ্যাপন চলবে, তা বলা মুশকিল।
ট্রফি হাতে নেওয়ার পর থেকে যে উদ্যাপন শুরু হয়েছে, সেটা যেন থামছেই না। বাড়ি ফেরার বিমানেও চলছে মেসি-মার্তিনেজদের পার্টি। বিমানে উঠে মেসি নিজের আসনে বসেছেন ট্রফি নিয়ে। আর্জেন্টিনা অধিনায়ক ট্রফি হাতে ছবি তুলে তা দিয়েছেন নিজের ইনস্টাগ্রামে। সেখানে লিখেছেন, ‘কী বিশাল তুমি!’
এরপর ট্রফি নিয়ে একে একে ছবি তুলেছেন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজসহ অন্য খেলোয়াড়েরা। বিভিন্নভাবে পোজ দিয়ে ছবি তুলেছেন মার্তিনেজ। নিজের ইনস্টাগ্রামে দুটি ছবি দিয়েছেন তিনি।
আনহেল দি মারিয়া বিশ্বকাপ ট্রফি হাতে বিমানে তোলা একটি ছবি দিয়ে লিখেছেন, ‘ভালো দিন।’ রদ্রিগো দি পলও ট্রফিসহ নিজের ছবি দিয়ে একই কথা লিখেছেন। আর নিকোলাস ওতামেন্দি ট্রফি হাতে ছবি দিয়ে লিখেছেন, ‘শুভ সকাল।’
শুধু কি ছবি তোলা, হই-হুল্লোড় আর নাচ-গানও হচ্ছে মেসিদের বিমানে। দেশের মাটিতে পা রাখা পর্যন্ত চলবে তা। বিশ্ব জয়ের আনন্দ বলে কথা!
এমআই