এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর সদরে এনআরবিসি ব্যাংকের ১০২তম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ ব্যাংক ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. শাহ-ই-আলম বাচ্চু।
ব্যাংকের খুলনা জোনাল হেড মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন শাখা ব্যবস্থাপক মো. সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, জেলা পরিষদ সদস্য মাকসুদা আক্তার মুক্তা, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক সঞ্জিব রায়, থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, পল্লী বিদ্যুৎ মোরেলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান।
সময় জার্নাল/এলআর