স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনার বিশ্ব জয়ের রেশ এখনো রয়ে গেছে। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতার আসরে অংশ গ্রহণ। শুরুতেই সৌদি আরবের কাছে হার। বাজে সূচনার পর একে একে সব চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে শিরোপা জয়। লিওনেল মেসিদের ‘থ্রি স্টার’ মিশন এখনো সিনেমার দৃশ্যের মতো জমে আছে ফুটবল প্রেমীদের মগজে। বিশ্বকাপ ফাইনালের তিন সপ্তাহ পেরোলেও এখনো সমর্থকদের মুখে মুখে মেসি-ডি মারিয়া-ডি পলদের নিয়ে গড়া আত্মবিশ্বাসী এক স্কোয়াডের গল্প। বিশ্বকাপ ফাইনালের পর সেই নান্দনিক দলের খেলা দেখা যাবে আগামী মার্চে। দু’টি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।
টিওয়াইস স্পোর্টসের বরাত দিয়ে আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দু’টি ম্যাচই আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, আগামী ২৩শে মার্চ থেকে ২৮শে মার্চের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনক্ষণ চূড়ান্ত হলেও এখনো প্রতিপক্ষ নির্ধারণ করা হয়নি।
আর্জেন্টাইন ফেডারেশনের বিবৃতিতে বলা হয়, ‘আমরা দু’টি প্রীতি ম্যাচ খেলব। ছেলেরা কাদের বিপক্ষে খেলবে সেটি নির্ধারণ করা হয়নি।’
এমআই