স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ ক্রিকেটের প্রতিবাদী কণ্ঠস্বর সাকিব আল হাসান। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক- মাঠে আম্পায়ারদের পক্ষপাতী কিংবা ভুল সিদ্ধান্তে কড়া বিরোধিতা করতে দেখা যায় বিশ্বসেরা অলরাউন্ডারকে। ঢাকা প্রিমিয়ার লীগে স্পষ্ট এলবিডব্লিউ’র আবেদন জানিয়ে সাড়া না পেয়ে লাথি মেরে স্টাম্প ভাঙার ঘটনাও ঘটিয়েছেন সাকিব। আরও একবার প্রতিবাদ করতে দেখা গেলো দেশের সেরা ক্রিকেটারকে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের ম্যাচে ওয়াইড না দেয়ায় আম্পায়ারের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি।
শনিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। সে ম্যাচেই আম্পায়ারের ওয়াইড না দেয়ার সিদ্ধান্তে আক্রমণাত্মক প্রতিক্রিয়া জানান বরিশালের ক্রিকেটার সাকিব। বরিশাল ইনিংসের ১৬তম ওভারের ঘটনা। রেজাউর রহমান রাজার একটি বাউন্সার সাকিবের মাথার ওপর দিয়ে চলে যায় সিলেট উইকেটরক্ষক মুশফিকুর রহীমের হাতে। ক্রিকেটের আইনানুসারে, ব্যাটারের মাথার ওপর দিয়ে যাওয়া বল ওয়াইড বলে গণ্য হবে। কিন্তু লেগ আম্পায়ার মাহফুজুর রহমান লিটু ওয়াইড দেননি রাজার সেই ডেলিভারিকে।
এতেই চটে যান সাকিব। আম্পায়ার লিটুর দিকে তেড়ে যান তিনি। এরপর প্রধান আম্পায়ার তানভীর আহমেদ সেটিকে ওয়ান বাউন্স ঘোষণা করেন। দুই আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় রাগান্বিত হতে দেখা যায় সাকিব। ম্যাচশেষে অবশ্য দুঃখ প্রকাশ করেছেন তিনি। সাকিব বলেন, ‘নিজের মেজাজ হারানোর জন্য অত্যন্ত দুঃখিত আমি। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এমন প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। তবে কখনো কখনো দুর্ভাগ্যবশত এমনটা হয়ে যায়।’
আম্পায়ারদের সঙ্গে ঝামেলায় জড়ানো ম্যাচে সাকিব ছিলেন দুর্দান্ত। তার বিধ্বংসী ফিফটিতে ৭ উইকেটে ১৯৪ রান জড়ো করে ফরচুন বরিশাল। যদিও বড় লক্ষ্য দিয়ে জয় পায়নি দলটি। সিলেটের কাছে হেরে যায় ৬ উইকেটে।
এমআই