স্পোর্টস ডেস্ক:
টসে হেরে ব্যাটিংয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছে তারা। সিলেট যখন টানা তৃতীয় জয়ের খুঁজে, বিপরীতে বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে নামছে প্রথম জয়ের স্বাদ পেতে। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত সিলেটের।
দুই দলের একাদশেই আছে একটি করে পরিবর্তন। সিলেটের কলিন অ্যাকারম্যানের জায়গায় আসছেন মোহাম্মদ হারিস। আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের একাদশে আশিকুজ্জামানের পরিবর্তে আসছেন আবু হায়দার রনি।
সিলেট একাদশ : মাশরাফি বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমির, থিসারা পেরেরা, মোহাম্মদ হারিস, ইমাদ ওয়াসিম, রেজাউর রহমান রাজা।
কুমিল্লা একাদশ : ইমরুল কায়েস, লিটন দাস, মোসাদ্দেক সৈকত, খুশদিল শাহ, ডেভিড মালান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মফ নাবি, ফজলে হক ফারুকী, সৈকত আলি, জাকের আলি, আবু হায়দার রনি।
সময় জার্নাল/এলআর