সৌরভ শুভ, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে ''Training for Trainers (ToT)' শীর্ষক পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (১৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এ কার্যক্রম শুরু হয়েছে। চার ধাপের প্রশিক্ষণ কর্মশালার প্রথমপর্ব চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
প্রশিক্ষণ কর্মশালার পরিচালকের দায়িত্ব পালন করছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং সমন্বয়কের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. কে এম শরিফুল হুদা।
কর্মশালা সম্পর্কে সমন্বয়ক অধ্যাপক শরিফুল বলেন বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে রিমোট সেন্সিং ও জিআইএস এর জন্য আলাদা ল্যাব নেই। তাই তারা আমাদের বিভাগের ল্যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাঠদানে আরো দক্ষ করে তুলতে এ কর্মশালার আয়োজন করেছে। প্রতিদিন দেড় ঘন্টা ব্যাপী চারটি ক্লাসের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে তিনি আরো বলেন, কর্মশালায় অংশগ্রহনকারী শিক্ষকগণ জিআইএস এবং রিমোট সেন্সিং এর ব্যবহার শিখতে পারবেন। ফেব্রুয়ারী থেকে মে মাস পর্যন্ত প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে যথাক্রমে প্রশিক্ষণ কার্যক্রমের বাকী পর্বগুলো অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় একশো জন শিক্ষক প্রশিক্ষণ নিবেন।
কর্মশালায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতোক/স্নাতকোত্তর শ্রেণির ২২টি কলেজের ২৪জন শিক্ষক অংশগ্রহণ করবেন। ভূগোল ও পরিবেশ বিভাগের ১৮ জন শিক্ষক প্রশিক্ষক হিসেবে থাকবেন। পাঁচ দিনব্যাপী এই প্রশিক্ষণ জিআইএস এবং রিমোট সেন্সিং এর ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে বিস্তার প্রশিক্ষণ দেওয়া হবে।
সময় জার্নাল/এলআর