সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে হামিম মিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় চারটি ঘরসহ আসবাবপত্র ভস্মীভূত হয়েছে। আজ মঙ্গলবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হামিম ওই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। শ্রীনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক বাপ্পি কবিরাজ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত। ধান কাটার মৌসুম হওয়ায় বাড়ীর সবাই কাজে ব্যস্ত ছিলেন। বাড়ীতে আগুন দেখে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এসময় আসবাবপত্রের নীচ হতে শিশুর দগ্ধ লাশ উদ্ধার করা হয়। ঘরে আগুন লাগার সময় শিশুটি ঘুমিয়ে ছিল। আগুনের ঘটনায় ওই বাড়ির চারটি টিনের ঘর পুড়ে গেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করতে পারায় ফায়ার সার্ভিসের প্রয়োজন হয়নি।
রায়পুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. সজল হোসেন বলেন, ৯৯৯ থেকে কল দিয়ে বিকাল সাড়ে ৩ টার দিকে জানানো হয় ভেলুয়ারচর এলাকায় আগুন লেগেছে। আমরা ঘটনাস্থলে যাবার প্রস্তুতি নেয়ার পর জানতে পারি স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছেন।
সময় জার্নাল/এলআর