নিজস্ব প্রতিনিধি:
ঘূর্ণিঝড় মোখায় চট্টগ্রাম আশ্রয়কেন্দ্রে আসা ৯০ হাজার মানুষ নিজ বসতে ফিরে গেছেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মো: তৌহিদুল ইসলাম জানান, ‘মোখা বিপদ’ কেটে যাওয়ায় গতকাল বিকেলের পর থেকে আশ্রয়কেন্দ্রে আসা লোকজন নিজেদের ঘরে ফিরতে শুরু করেন।
কিছু মানুষ রাতে থেকে গিয়েছিলেন। তারা আজ সকালে ফিরে গেছেন।
তবে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলো যেন আবার ঝুঁকিপূর্ণ বসতিতে ফিরতে না পারে সে ব্যাপারে জেলা প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। এসব পরিবার আত্মীয়-স্বজন বা কাছাকাছি নিরাপদ কোনো ঘরে ওঠেছেন।
তিনি বলেন, ‘এখন ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হলে পাহাড়ধস হয় এবং ব্যাপক প্রাণহানি ঘটে। জেলা প্রশাসকের নির্দেশে আমরা কাউকে পাহাড়ের পাদদেশে থাকতে দিচ্ছি না। ঝুঁকিপূর্ণ পাহাড়ে স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।’
সময় জার্নাল/এলআর