এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে অসহায় ও জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ করা হয়েছে। ফরিদপুর সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার জেলা সমাজসেবা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নুরুল হুদা, জেলা সমাজসেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ প্রমুখ।
অনুষ্ঠানে ফরিদপুর জেলার ২০৮ জন জটিল রোগে আক্রান্ত রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো কামরুল আহসান তালুকদার জানান, সরকার সমাজসেবা মন্ত্রণালয়ের মাধ্যমে অসহায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই আর্থিক সহায়তা প্রদান করছেন।
জেলা সমাজসেবা অফিসের মাধ্যমে আমরা সঠিকভাবে যাচাই-বাছাই করে এই চেক প্রদান করছি। অধিকতর গুরুতর রোগীদের অগ্রাধিকার দেয়া হয়েছে।
সময় জার্নাল/এলআর