খাদেমুল মোরসালিন শাকীর, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে বিগত দিনের কার্যক্রম সম্পর্কে পর্যালোচনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে ও উপজেলা সমাজসেবা দপ্তরের সহযোগীতায় আলোচনা সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী অফিসার নূর-ই আলম সিদ্দিকী।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন,জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি রেজাউল আলম স্বপন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আশরাফ আলী প্রমূখ।
বাল্যবিবাহ বন্ধে উপজেলার সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানানো হয়।
সময় জার্নাল/এলআর