শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫

অবশেষে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবে কুবি শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা

বুধবার, জুন ১৪, ২০২৩
অবশেষে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পাবে কুবি শেখ হাসিনা হলের শিক্ষার্থীরা

শারমিন আক্তার কেয়া, কুবি প্রতিনিধি: 

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারবে।  বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে তিনটায় শেখ হাসিনা হলে ইন্টারনেট সংযোগের কাজটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, 'আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা কোয়ালিটি সম্পন্ন কাজের জন্য অপেক্ষা করেছে। আমি ছাত্রদের অতি উন্নতমানের যন্ত্রপাতি দিতে চাই। বিদেশ থেকে আসা যন্ত্রপাতি দিয়ে এ প্রজেক্টের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই পুরো ক্যাম্পাস এ নেটওয়ার্কের আওতায় চলে আসবে।'

হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন,  'ওয়াইফাই ম্যাটেরিয়ালসগুলোর শীপমেন্ট আসতে সময় লাগছিলো। তবে আমাদের মাননীয় উপাচার্য স্যারের আপ্রাণ চেষ্টায় আমরা অবশেষে ওয়াইফাই এর কাজটি উদ্বোধন করতে পেরেছি। আমরা হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকব যেন আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে ইন্টারনেট সুবিধা পেতে পারে।'

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল ও অর্থ ও হিসাব দপ্তরের তথ্য মতে, শেখ হাসিনা হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের বর্ধিতাংশ, নতুন একাডেমিক ভবনগুলোতে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। আগামী এক মাসের মধ্যে এই সংযোগ দেয়ার কাজটি সম্পন্ন হবে। এই পুরো কার্যক্রমের সাথে আছে সিনেক্স সিস্টেম লিমিটেড নামক একটি বেসরকারি কোম্পানি। এই ইন্টারনেট সংযোগের জন্য প্রায় দুই কোটি টাকার উপরে খরচ হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম বলেন, 'আজকে থেকে শেখ হাসিনা হলে ওয়াইফাই এর কাজ শুরু হয়েছে। ওয়াইফাই এর সকল মালামাল আমরা হাতে পেয়েছি। শুধু শেখ হাসিনা হল না বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ওয়াইফাই এর সকল সমস্যা সমাধান করা হবে।'

এর আগে গত বছরের ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে শেখ হাসিনা হলটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকে এই হলের আবাসিক শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর একটি ছিল বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মত এই হলেও ইন্টারনেট সংযোগ যাতে দেয়া হয়। এ জন্য বিভিন্ন সময় মানববন্ধন, অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গিয়েছে এ হলের শিক্ষার্থীদের। দীর্ঘ প্রতীক্ষার পর ইন্টারনেট সংযোগ পেয়ে উচ্ছ্বসিত শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা। 

শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থী লাবিবা ইসলাম বলেন, 'হলের আবাসিক শিক্ষার্থী হিসেবে এতোদিন মনে হতো আমরা ছিটকে আছি।। হলে ফোনের নেটওয়ার্কও ঠিক মতো কাজ করে না।। গত ১ বছর এ নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে। এতোদিন পরে ওয়াইফাই পেয়ে আমরা হলের সকল শিক্ষার্থীরা অনেক খুশি। আন্দোলনের পর যখন আমরা ভিসি স্যারের সাথে কথা বলতে গিয়েছিলাম আমাদের দাবীগুলো নিয়ে, তিনি আমাদের কথা দিয়েছিলেন খুব দ্রুত ওয়াইফাই এর ব্যবস্থা করে দিবেন। স্যার তার কথা রেখেছেন। এর জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ।'

এ বিষয়ে আইন বিভাগের ১৩ তম আবর্তনের আবাসিক হল শিক্ষার্থী মাইশা রহমান রোদিতা বলেন, 'প্রথম থেকেই শেখ হাসিনা হলে ওয়াইফাইয়ের ব্যবস্থা ছিল না, তাই ইন্টারনেট সম্পর্কিত কার্যকলাপ সম্পাদন করতে গিয়ে আমরা সবাই কম বেশি অসুবিধার সম্মুখীন হয়েছি। তবে আমাদের দৃঢ় বিশ্বাস এবং আস্থা ছিল যে, আমাদের অভিভাবক মাননীয় উপাচার্য স্যার আমাদের এই সমস্যার সমাধান করবেন। অবশেষে প্রায় দীর্ঘ এক বছর পর আজ শেখ হাসিনা হলে মাননীয় উপাচার্য স্যার ওয়াইফাই উদ্বোধন করেছেন। এ সংবাদটি আমাদের শেখ বাড়ির প্রত্যেকের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আমাদের প্রতি সদয় দৃষ্টির জন্য উপাচার্য স্যারের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আশা করছি স্যার ভবিষ্যতে একইভাবে আমাদের মাথার উপর সবসময় বটবৃক্ষের ছায়াসম হয়ে থাকবেন। '

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল